首页 单机游戏大全下载 正文

想玩2012年单机游戏?这份游戏清单请收好!

খেয়াল আছে, 2012 সাল! তখন আমি কলেজ লাইফে, সারাদিন গেম খেলে সময় পার করতাম। তখন তেমন ভালো কনফিগারেশনের পিসি ছিল না, তাই বেছে বেছে খেলতে হতো। ভাবলাম, পুরনো সেই দিনগুলোর স্মৃতি একটু রোমন্থন করা যাক।

পুরনো সেই দিনের কথা

তখন আমার কম্পিউটারে যে গেমগুলো চলতো, তার মধ্যে কয়েকটা গেমের কথা খুব মনে পড়ে। যেমন ধরুন, "প্ল্যান্টস ভার্সেস জম্বি"। গেমটা যে কী মজার ছিল! জম্বিগুলো সব উদ্ভট আর গাছগুলোও ছিল তেমনই।

想玩2012年单机游戏?这份游戏清单请收好!

আরেকটা গেমের কথা বলি, সেটা হলো "অ্যাংরি বার্ডস"। পাখির ডিম চুরি হলে কার না রাগ হয়? গেমটাতে পাখিগুলোকে গুলতি দিয়ে ছুঁড়ে শূয়োরদের মারতে হতো। সিম্পল গেমপ্লে, কিন্তু বেশ মজার ছিলো।

“টেম্পল রান ২”-এর কথা না বললেই নয়। ওই যে একটা লোক দৌড়াতে থাকতো আর আমাদের কাজ ছিল তাকে বাঁচানো। পথে আবার নানা রকম বাধা আসতো। গেমটা খেলতে বসলে আর সময়জ্ঞান থাকতো না।

কিছুটা ঘাঁটাঘাঁটি

এই গেমগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখলাম, "ডার্ক সোলস" নামে একটা গেমও সেই সময় রিলিজ হয়েছিল। আরে, এটা তো আমার অজানাই ছিল! পরে অবশ্য খেলে দেখেছি, বেশ কঠিন।

আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হলো "ক্যান্ডি ক্রাশ সাগা"। এটা তো এখনও খেলি। সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে? তবে এখনকার মত এত অপশন তখন ছিলো না।

একটু ঘাঁটতে গিয়ে দেখলাম, 万古游戏 নামের একটা কোম্পানিও দেখলাম। এরা দেখি বেশ ভালো কিছু গেম বানিয়েছে। তবে, আমার মনে হয় এদের গেমগুলো আরও উন্নত করা যেতে পারে।

想玩2012年单机游戏?这份游戏清单请收好!

তবে, সত্যি কথা বলতে, তখনকার পুরনো গেমগুলোর মধ্যে একটা আলাদা মজা ছিল।

শেষমেশ

আসলে, পুরনো দিনের স্মৃতিগুলো ঘাঁটতে ভালোই লাগে। সেই সময়কার সাদামাটা গেমগুলোর মধ্যেও একটা অন্যরকম আকর্ষণ ছিল, তাই না?

  • কম্পিউটার কনফিগারেশন ভালো না থাকলেও চলতো।
  • গেমগুলো সিম্পল হলেও খেলতে মজা লাগতো।
  • 想玩2012年单机游戏?这份游戏清单请收好!

  • পছন্দের গেম বেছে নিয়ে খেলা যেতো।

আজকালকার দিনে মোবাইল ফোনেই কত হাই-কোয়ালিটির গেম খেলা যায়, কিন্তু সেই 2012 সালের দিনগুলো সত্যিই অন্যরকম ছিল।

相关推荐

卡林监狱长官方网站

卡林监狱长官方网站

那天,我突然就想瞅瞅卡林监狱长官方网站,也不知道这网站能有啥新鲜玩意儿。我就先打开了浏览器,手指在键盘上噼里啪地敲,把网址输进去,然后狠...

单机游戏大全下载 2025-11-18 14:40:37 0 0

午夜罪恶游戏下载

午夜罪恶游戏下载

我这人平时就爱捣鼓各种游戏,听说有个叫午夜罪恶的游戏挺刺激,就寻思着下载来玩玩。 我打开手机应用商店,在搜索框里输入“午夜罪恶”,啥也没...

单机游戏大全下载 2025-11-18 14:32:33 0 3

卡林监狱长游戏介绍

卡林监狱长游戏介绍

我最近玩了个叫卡林监狱长的游戏,一开始我还挺懵,不知道咋玩。 我先点了开始游戏,进入界面后,看到好多建筑啥的。我就开始在里面瞎溜达,先去...

单机游戏大全下载 2025-11-18 14:12:36 0 3