খেয়াল আছে, 2012 সাল! তখন আমি কলেজ লাইফে, সারাদিন গেম খেলে সময় পার করতাম। তখন তেমন ভালো কনফিগারেশনের পিসি ছিল না, তাই বেছে বেছে খেলতে হতো। ভাবলাম, পুরনো সেই দিনগুলোর স্মৃতি একটু রোমন্থন করা যাক।
পুরনো সেই দিনের কথা
তখন আমার কম্পিউটারে যে গেমগুলো চলতো, তার মধ্যে কয়েকটা গেমের কথা খুব মনে পড়ে। যেমন ধরুন, "প্ল্যান্টস ভার্সেস জম্বি"। গেমটা যে কী মজার ছিল! জম্বিগুলো সব উদ্ভট আর গাছগুলোও ছিল তেমনই।
আরেকটা গেমের কথা বলি, সেটা হলো "অ্যাংরি বার্ডস"। পাখির ডিম চুরি হলে কার না রাগ হয়? গেমটাতে পাখিগুলোকে গুলতি দিয়ে ছুঁড়ে শূয়োরদের মারতে হতো। সিম্পল গেমপ্লে, কিন্তু বেশ মজার ছিলো।
“টেম্পল রান ২”-এর কথা না বললেই নয়। ওই যে একটা লোক দৌড়াতে থাকতো আর আমাদের কাজ ছিল তাকে বাঁচানো। পথে আবার নানা রকম বাধা আসতো। গেমটা খেলতে বসলে আর সময়জ্ঞান থাকতো না।
কিছুটা ঘাঁটাঘাঁটি
এই গেমগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখলাম, "ডার্ক সোলস" নামে একটা গেমও সেই সময় রিলিজ হয়েছিল। আরে, এটা তো আমার অজানাই ছিল! পরে অবশ্য খেলে দেখেছি, বেশ কঠিন।
আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হলো "ক্যান্ডি ক্রাশ সাগা"। এটা তো এখনও খেলি। সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে? তবে এখনকার মত এত অপশন তখন ছিলো না।
একটু ঘাঁটতে গিয়ে দেখলাম, 万古游戏 নামের একটা কোম্পানিও দেখলাম। এরা দেখি বেশ ভালো কিছু গেম বানিয়েছে। তবে, আমার মনে হয় এদের গেমগুলো আরও উন্নত করা যেতে পারে।
তবে, সত্যি কথা বলতে, তখনকার পুরনো গেমগুলোর মধ্যে একটা আলাদা মজা ছিল।
শেষমেশ
আসলে, পুরনো দিনের স্মৃতিগুলো ঘাঁটতে ভালোই লাগে। সেই সময়কার সাদামাটা গেমগুলোর মধ্যেও একটা অন্যরকম আকর্ষণ ছিল, তাই না?
- কম্পিউটার কনফিগারেশন ভালো না থাকলেও চলতো।
- গেমগুলো সিম্পল হলেও খেলতে মজা লাগতো।
- পছন্দের গেম বেছে নিয়ে খেলা যেতো।
আজকালকার দিনে মোবাইল ফোনেই কত হাই-কোয়ালিটির গেম খেলা যায়, কিন্তু সেই 2012 সালের দিনগুলো সত্যিই অন্যরকম ছিল।